আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর চিকিৎসা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওয়াশপুর, বসিলা, ঢাকায় জনাব মোঃ মিয়া হোসেন-এর বাগান বাড়িতে ০৬/০৫/২০২৩ তারিখ ভ্রাম্যমান চিকিৎসা সেবা (মহিলা ও শিশু) প্রদানের কার্যক্রম শুরু হয়। চিকিৎসা সেবা কার্যক্রম সকাল ০৮.০০ ঘটিকায় শুরু হয়ে বেলা ০২.০০ ঘটিকা পর্যন্ত চলমান ছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানের চিকিৎসা কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ বদিউজ্জামান, সম্মানিত সদস্য আলহাজ আব্দুস সালাম, অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম এবং জনাব এ কিউ এম ফজলুল বারি।
এ কার্যক্রমের সহযোগীতায় ছিলেন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক-এর ডাক্তার জনাব নাভানা এবং নার্স জনাব সালমা। এ চিকিৎসা সেবা কার্যক্রমে ওয়াশপুরের আশে-পাশের অসহায়, দুস্থ, প্রতিবন্ধিসহ (মহিলা ও শিশু) সর্বমোট ৮৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। উল্লেখ থাকে ইহা আঞ্জুমানের একটি নিয়মিত কার্যক্রম।